ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

টিসিএ নীলফামারীর সভাপতি সোহেল, সম্পাদক জুয়েল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
টিসিএ নীলফামারীর সভাপতি সোহেল, সম্পাদক জুয়েল মো. সোহেল ও জুয়েল রানা

নীলফামারী: টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ) নীলফামারীর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বেসরকারি টিভি চ্যানেল সময় টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট মো. সোহেল সভাপতি ও নিউজটোয়েন্টিফোরের ভিডিও জার্নালিস্ট জুয়েল রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩০ মার্চ) নীলফামারী প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নীলফামারী সরকারী কলেজের সহকারী অধ্যাপক নূরুল করিম, সদস্য বাংলাদেশ প্রতিদিনের নীলফামারী প্রতিনিধি আব্দুল বারী, সাংবাদিক আব্দুর রশিদ শাহ্, সুভাষ চন্দ্র রায় ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন।

এ সময় নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম শুভেচ্ছা বক্তব্যে নতুন কমিটিকে অভিনন্দন জানান।

সভাপতি পদে দুজন প্রতিদ্বন্দ্বী করলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে চ্যালেন টোয়েন্টিফোরের মো. তাহেরুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে বৈশাখী টেলিভিশনের মো. রাশেদ ইসলাম, প্রচার সম্পাদক পদে ডিবিসি নিউজের আতিয়ার রহমান, ক্রীড়া সম্পাদক পদে এনটিভির মো. শাহীনুর ইসলাম ও অর্থ সম্পাদক পদে সরকারি টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মো. বাদল।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।