ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মোংলায় ছয় হাজার বস্তা সরকারি চালসহ বাল্কহেড ডুবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৪
মোংলায় ছয় হাজার বস্তা সরকারি চালসহ বাল্কহেড ডুবি

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় ছয় হাজার বস্তা সরকারি চাল নিয়ে 'এম ভি সাফিয়া' নামে একটি বাল্কহেড ডুবে গেছে।  

রোববার (৩১ মার্চ) বিকেলে মোংলার পশুর নদীর ত্রি-মোহনায়  'এমভি শাহাজাদা-৬' নামে একটি লাইটার জাহাজের ধাক্কায় বাল্কহেডটি ডুবে যায়।

 তবে এসময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জাহাজে থাকা ৫ নাবিককে অক্ষত অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে।  

এদিকে ধাক্কা দেওয়ার অপরাধে 'এভি শাহাজাদা-৬' নামের লাইটার জাহাজটিকে এদিন সন্ধ্যায় আটক করেছে নৌ পুলিশ।

এদিন সকালে খুলনার সরকারি খাদ্য গুদাম থেকে ছয় হাজার বস্তায় ১৮০ মেট্রিক টন সরকারি চাল নিয়ে মোংলা খাদ্য গুদামের উদ্দেশে ছেড়ে আসে ‘এমভি সাফিয়া' নামে একটি বাল্কহেড। ঈদ উপলক্ষে গরিব অসহায়দের জন্য চালগুলো আনা হচ্ছিল।

মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম বলেন, বাল্কহেডটিকে ধাক্কা দেওয়া লাইটার এভি শাহাজাদা-৬' কে রোববার রাতে আটক করা হয়েছে। এখন পর্যন্ত ডুবে যাওয়া বাল্কহেড থেকে চাল অথবা ডুবন্ত জাহাজটির উদ্ধার কাজ শুরু হয়নি। তবে সোমবার (১ এপ্রিল) সকাল থেকে সরকারি চাল উঠানো ও ডুবন্ত বাল্কহেডটি উদ্ধার কাজ শুরু করা হবে বলে জানান নৌ-পুলিশের এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, ০১ এপ্রিল, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।