ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুর্গাপুরে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৪
দুর্গাপুরে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে মনিরুজ্জামান মনি (৫০) হত্যা মামলার প্রধান আসামি তোফাজ্জল হোসেন ওরফে আলেককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার (০২ এপ্রিল) দুপুরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার তোফাজ্জল দুর্গাপুর উপজেলার কৃষ্ণেরচর এলাকার আব্দুল হানিফের ছেলে।

জানা গেছে, গত ১৩ মার্চ বিকেলে চলাচলের রাস্তায় ট্রাক রাখা নিষেধ করাকে কেন্দ্র করে কৃষ্ণেরচর এলাকায় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার ঝগড়া থামাতে এসে প্রতিপক্ষের আঘাতে মনিরুজ্জামান মনি আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় ১৫ মার্চ নিহত মনিরের ছোট ভাই আনিসুজ্জামান মানিক বাদী হয়ে দুর্গাপুর থানায় তোফাজ্জল হোসেনকে প্রধান আসামি করে সাত জনের নামে মামলা করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শাহ-জাহান সঙ্গী টিম সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে আসামি তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করে। আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।