ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শান্তিগঞ্জে ট্রাকচাপায় নারী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৪
শান্তিগঞ্জে ট্রাকচাপায় নারী নিহত  প্রতীকী ছবি

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল এক নারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত নারী একই জেলার দিরাই উপজেলার বাসিন্দা।

তবে তার নাম জানা যায়নি।  

শুক্রবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের দিরাই-মদনপুর আঞ্চলিক মহাসড়কের গাগলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে থেকে নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।