ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফাঁকা সড়কে মেট্রোর পিলারে বাসের ধাক্কা, আহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৪
ফাঁকা সড়কে মেট্রোর পিলারে বাসের ধাক্কা, আহত ১০

ঢাকা: ফাঁকা সড়কে অতিরিক্ত গতিতে সেফটি পরিবহনের বাস মিরপুর থেকে আজিমপুরের উদ্দেশে চলছিল। অদক্ষ কিশোর চালক নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোর পিলারে ধাক্কা মারলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

এ ঘটনায় বাসের ১০ যাত্রী আহত হয়েছেন। বাসের চালককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানান এক প্রত্যক্ষদর্শী।  

প্রত্যক্ষদর্শী ও সাবেক ছাত্রনেতা খান আসাদুজ্জামান মাসুম বাংলানিউজকে বলেন, কিশোর চালক ফাঁকা সড়কে দ্রুতগতিতে চলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ ঘটনায় বাসের ১০ যাত্রী আহত হয়েছেন। মা ও এক বাচ্চা ছেলে গুরুতর আহত হয়েছেন। পরে পুলিশ বাসের যাত্রীদের উদ্ধার করে নিয়ে যায়।

ডিএমটিসিএল এর উপব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূইয়া  বলেন, এমন একটু দুর্ঘটনা ঘটেছে। বাসের চালক কে আটক করে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৪
এনবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।