ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৪৯ বছর ইমামতি, ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজসিক বিদায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৪
৪৯ বছর ইমামতি, ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজসিক বিদায়

ফেনী: ফেনীর পরশুরামে ঘোড়ার গাড়িতে চড়িয়ে ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে এক মসজিদের ইমামকে রাজসিক বিদায় দিয়েছে গ্রামবাসী। পরশুরামে এ ধরনের ঘটনা এবারই প্রথম।

মঙ্গলবার (৯ এপ্রিল) উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ মালিপাথর জামে মসজিদের ইমাম ও খতিব মৌলভী আহমাদুর রহমানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

দীর্ঘ ৪৯ বছর ইমামতি করে সকলের ভালোবাসা ও আস্থা অর্জন করেন আহমাদুর রহমান। সুদীর্ঘ এ সময়ে মানুষের সুখ- দুঃখে, বিপদে পাশে ছিলেন তিনি। বয়সের ভার ও শারীরিক অসুস্থতার কারণে তিনি নিজেই মসজিদ কমিটির কাছে অবসর চান। গ্রামবাসীও তাকে প্রাপ্য সম্মান দিতে ভুল করেনি।

মৌলভী আহমাদুর রহমানের ছেলে প্রবাসী আবদুল মোতালেব বলেন, মানুষ আমার বাবাকে শ্রদ্ধা ও সম্মান করে। গ্রামবাসী ও মসজিদ কমিটি আমার বাবাকে রাজকীয় বিদায় দিয়ে ভালোবাসার প্রমাণ দিয়েছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

এলাকার মানুষ প্রবীণ এ ইমামকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে মালিপাথর, শালধর বাজার, ধনীকুন্ডা, রাজষপুর, মনতলা, গাবতলা ও নিলক্ষী গ্রাম ঘুরিয়ে বিদায় সংবর্ধনা দেয়।  

বাংলাদেশ সময়: ০৮১৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৪
এসএইচডি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।