ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীর ২০ গ্রামে ঈদুল ফিতর উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৪
পটুয়াখালীর ২০ গ্রামে ঈদুল ফিতর উদযাপন

পটুয়াখালী: কোনো দেশকে অনুসরণ করে নয়, বিশ্বের যে-কোনো প্রান্তে চাঁদ দেখার ভিত্তিতে পটুয়াখালীর বদরপুর দরবার শরীফসহ জেলায় অন্তত ২০ গ্রামে আজ ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।

বুধবার (১০ এপ্রিল) সকাল ৯টায় বদরপুর দরবার শরীফের মসজিদে অনুষ্ঠিত ঈদের জামাতের ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা মো. শফিকুল ইসলাম আব্দুল গনি।

এছাড়া জেলার বাউফল, গলাচিপা, কলাপাড়া ও রাঙ্গাবালীর উপজেলার বেশ কয়েকটি গ্রামে ঈদুল ফিতর উদযাপন করা হয়।

দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরীফসহ এ এলাকার কিছু কিছু জায়গায় ১৯২৮ সাল থেকে গ্রামবাসীরা পৃথিবীর যে-কোনো স্থানে চাঁদ দেখা ও উপযুক্ত সূত্রে সেটা শোনার ওপর নির্ভর করে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন।

এবার দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরীফের পক্ষ থেকে মুসলিম উম্মাহর বৈশ্বিক ঐক্যের স্বার্থে একসঙ্গে ঈদ উদযাপন করার আহবান জানিয়েছেন মসজিদের খতিব মাওলানা মো. শফিকুল ইসলাম আব্দুল গনি।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।