ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটা থানার ওসি প্রত্যাহার

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৪
পাথরঘাটা থানার ওসি প্রত্যাহার ওসি মো. আনোয়ার হোসেন

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেনকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (৯ এপ্রিল) তাকে বরগুনা পুলিশ লাইন্সে সংযুক্ত করার জন্য বলা হয়েছে।

 

একইদিন নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. আশ্রাফুল আলম এর স্বাক্ষরিত চিঠিতে একথা বলা হয়।

নির্বাচন কমিশন সচিবালয়ের একটি প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য ও সুপারিশের ভিত্তিতে বরগুনা জেলার পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেনকে অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে তাকে প্রত্যাহারপূর্বক তদস্থলে একজন উপযুক্ত কর্মকর্তা পদায়ন করার জন্য  নির্বাচন কমিশন নির্দেশ প্রদান করেছেন।  

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।