ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

ফেনীতে বর্ণিল আয়োজনে বর্ষবরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৮, এপ্রিল ১৪, ২০২৪
ফেনীতে বর্ণিল আয়োজনে বর্ষবরণ

ফেনী: ফেনীতে বর্ণিল আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ করা হয়। রোববার (১৪ এপ্রিল) এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রাটি শহরের কলেজ রোড, ট্রাংক রোড, মিজান রোড ও জেল রোড প্রদক্ষিণ শেষে পিটিআই স্কুল মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রায় জেলার গণ্যমান্যসহ হাজার খানেক দর্শনার্থী অংশগ্রহণ করেন।  

পিটিআই স্কুল মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় সাত দিনব্যাপী বৈশাখী মেলার। মেলায় হস্তশিল্পসহ বিভিন্ন পণ্যের ৩০টির বেশি স্টল অংশগ্রহণ করে।  

মেলায় ১২শ’র বেশি মানুষের জন্য ছিল পান্তা, ভর্তা, মাছ, মিষ্টিসহ বিভিন্ন খাবারের আয়োজন। জেলা প্রশাসনের আয়োজনে এসব বিনামূল্যে পরিবেশন করা হয়।  

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন- ফেনী জেলা প্রশাসক মুসাম্মৎ শাহীনা আক্তার, পুলিম সুপার জাকির হাসান, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ মোক্তার হোসেন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী জজকোর্টের পিপি প্রিয়রঞ্জন দত্ত।  

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৪
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।