ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মিয়ানমারের ২৮৫ সেনাকে ফেরত পাঠানো হবে সোমবার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৪
মিয়ানমারের ২৮৫ সেনাকে ফেরত পাঠানো হবে সোমবার ফাইল ছবি

ঢাকা: মিয়ানমার থেকে পালিয়ে আসা বর্ডার গার্ড পুলিশ ও সেনাবাহিনীর ২৮৫ সদস্যকে আগামী সোমবার (২২ এপ্রিল) ফেরত  পাঠানো হবে। একই দিনে মিয়ানমারে আটকে পড়া ১৫০ বাংলাদেশি দেশে ফিরবেন।

সূত্র জানায়, সোমবার মিয়ানমার থেকে একটি  জাহাজ আসবে। সেই জাহাজে মিয়ানমারে আটকে পড়া ১৫০ বাংলাদেশি দেশে ফিরবেন। একই জাহাজে মিয়ানমার থেকে পালিয়ে আসা বর্ডার গার্ড পুলিশ ও সেনাবাহিনীর ২৮৫ সদস্যকে ফেরত পাঠানো হবে।  

মিয়ানমারের জাহাজ আসার ক্ষেত্রে ইতোমধ্যেই ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। তবে মিয়ানমার থেকে জাহাজ আসা অনেক সময় আবহাওয়ার ওপর নির্ভর করে। আবহাওয়া ভালো না থাকলে, জাহাজ আসতে দুই-একদিন বিলম্ব হতে পারে।

এর আগে মিয়ানমারের ৩৩০ বর্ডার গার্ড পুলিশ ও সেনাসদস্যকে জাহাজে ফেরত পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।