ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মেরুল বাড্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
মেরুল বাড্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঢাকা: রাজধানীর মেরুল বাড্ডায় সড়ক দুর্ঘটনায় ফরিদ মিয়া (৬৫) নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। তবে কোন গাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

সোমবার (২২ এপ্রিল) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিলে চিকিৎসক ফরিদকে মৃত ঘোষণা করেন।

নিহত ফরিদের নাতি নাজমুল হাসান রবিন জানান, তিনি পরিবার নিয়ে দক্ষিণ বাড্ডা নানীর বাড়ি মোড়ে থাকতেন। পাঁচ মেয়ের জনক তিনি। বছরখানেক ধরে মেরুল বাড্ডায় রাস্তার পাশে পার্কিংয়ে রাখা বিভিন্ন পরিবহনের বাসের দেখাশোনার জন্য নৈশপ্রহরীর চাকরি করতেন ফরিদ।

নাজমুল আরও জানান, ভোরে ফোনে খবর পান, মেরুল বাড্ডা ইউলুপের নিচে সড়ক দুর্ঘটনায় ফরিদ আহত হয়েছেন। পরে সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে পাওয়া যায়। তবে কোন গাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে তা স্থানীয় কেউই জানাতে পারেনি।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ বাংলানিউজকে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।