ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রংপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত ২ যুবদল নেতার আত্মসমর্পণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
রংপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত ২ যুবদল নেতার আত্মসমর্পণ

নীলফামারী: নাশকতা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জহির আলম নয়ন ও জেলা যুবদলের সহ-সভাপতি তারেক হাসান সোহাগ আদালতে আত্মসমর্পণ করেছেন।  

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এ তারা আত্মসমর্পণ করেন।

এ সময় আদালত তাদের কারাগারে পাঠান।

হরতালে নাশকতা ও ককটেলসহ বোমা রাখার অভিযোগে ২০১৩ সালে করা মামলায় ২০২৩ সালের ২০ নভেম্বর রংপুর বিএনপির পাঁচ নেতাকে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।  

আদালতে উপস্থিত বিএনপি-র আইনজীবী ও রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন বলেন, একটি সাজানো মিথ্যা মামলা করে আসামিদের ফরমায়েশি রায়ের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।