ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে চার ঘণ্টা আটকে ছিল তুরাগ এক্সপ্রেস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
টঙ্গীতে চার ঘণ্টা আটকে ছিল তুরাগ এক্সপ্রেস

গাজীপুর: গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশনে ইঞ্জিন বিকল হয়ে প্রায় চার ঘণ্টা আটকে ছিল তুরাগ এক্সপ্রেস ট্রেন।

বুধবার (২৪ এপ্রিল) ভোর ৬টার দিকে ঢাকা থেকে জয়দেবপুর যাওয়ার পথে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা জানান, সকালে জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন থেকে যাত্রী নিয়ে আসতে ঢাকা থেকে ছেড়ে যায় তুরাগ এক্সপ্রেস ট্রেন। একপর্যায়ে সকাল ৬টার দিকে ট্রেনটি টঙ্গী স্টেশনে পৌঁছায়। এ সময় ওই ট্রেনের ইঞ্জিন বিকল হয়। পরে প্রায় পৌনে চার ঘণ্টা পর ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশনে আটকে ছিল। এক পর্যায়ে ইঞ্জিন মেরামত করে ট্রেনটির সকাল ১০টার দিকে জয়দেবপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এ সময় অন্য কোনো ট্রেন চলাচলের বিঘ্ন ঘটেনি। সকল ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
আরএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।