ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বুপ্রেনরফিন মাদকসহ চক্রের এক নারী সদস্য গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
বুপ্রেনরফিন মাদকসহ চক্রের এক নারী সদস্য গ্রেপ্তার

ঢাকা: ভয়াবহ মাদক বুপ্রেনরফিন জব্দসহ এক নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৪ এপ্রিল) সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার নারীর নাম মোছা. তানজিলা বেগম (৪৬)। তিনি জয়পুরহাট জেলার সদর থানার ধারকি গ্রামের মো. মোতালেব হোসেনের স্ত্রী।  

র‍্যাব বলছে, ওই নারীর শরীরে বিশেষভাবে বেঁধে রাখা ৯৯৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করা হয়। এসব ইনজেকশনের আনুমানিক বাজারমূল্য চার লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এম জে সোহেল ওই নারীকে গ্রেপ্তারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।  

এএসপি এম জে সোহেল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নারী স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরেই মাদকের কারবারের সঙ্গে জড়িত। তিনি দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে বুপ্রেনরফিন ইনজেকশনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করতেন।  

র‍্যাবের এ কর্মকর্তা জানান, বুপ্রেনরফিন ইনজেকশন সাধারণত রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক হিসেবে শরীরে প্রয়োগ করা হয়। তবে মাদক হিসেবে এটি বাজারে সরবরাহ করা হচ্ছে। বুপ্রেনরফিন ইনজেকশন সরাসরি ভেইনে নেওয়া হয়। এটি নেওয়ার সঙ্গে সঙ্গে শরীরে প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে প্যাথেডিন ও হেরোইন নিয়েও যাদের কাজ হয় না, তারা এ ভয়াবহ মাদক ব্যবহার করেন বলে জানা যায়।  

গ্রেপ্তার নারীর বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
এসজেএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।