ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তিন রিসোর্টের দখল থেকে ১২৬ শতাংশ বনভূমি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
তিন রিসোর্টের দখল থেকে ১২৬ শতাংশ বনভূমি উদ্ধার

গাজীপুর: ভাওয়াল রেঞ্জের ১ একর ২৬ শতাংশ বনভূমি উদ্ধার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং গাজীপুর জেলা প্রশাসন।

বুধবার (২৪ এপ্রিল) যৌথ অভিযানের মাধ্যমে এত বিপুল ভূমি দখলমুক্ত করা হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক মো. মোজাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দিনব্যাপী অভিযান চালিয়ে ভাওয়াল রেঞ্জের বিকেবাড়ি বিটে শালবন গ্রিন রিসোর্টের দখল থেকে ৩০, ভবানীপুর বিটে স্বজনী ফিল্ম সিটির দখল থেকে ৮০ ও রাজেন্দ্রপুর পশ্চিম বিটে শ্যামলী রিসোর্টের দখলকৃত ১৬ শতাংশ জমিসহ মোট ১ একর ২৬ শতাংশ বনভূমি মুক্ত করা হয়। এসব বনভূমি বনায়নের আওতায় আনা হবে।

অভিযানে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনিরা কায়ছান, বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মাসুদ রানা ও কাজী নাজমুল হক উপস্থিত ছিলেন।

গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, অবৈধ দখলদারদের বিরুদ্ধে গাজীপুর জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। একইসাথে নদী, খাল ও বনভূমি দখলমুক্ত করতে এ ধরণের অভিযান পরিচালনা করা হবে।

বাংলাদেশ সময়: ২০২৩, এপ্রিল ২৪, ২০২৪
আরএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।