ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হিট অ্যালার্টে সড়কে যানবাহনের চাপ কম

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৪
হিট অ্যালার্টে সড়কে যানবাহনের চাপ কম বৃহস্পতিবার সড়কে যানবাহনের চাপ কম ছিল

ঢাকা: দেশে চলছে তাপপ্রবাহ, রাজধানীও পুড়ছে গরমে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর নতুন করে তাপপ্রবাহের সতর্কবার্তা বা ‘হিট অ্যালার্ট’ জারি করেছে।

হিট অ্যালার্টের প্রভাব পড়েছে রাজধানীর যান ও যাত্রী চলাচলে। সপ্তাহজুড়েই রাজধানীর প্রধান সড়কগুলোতে যানবাহনের চাপ কম ছিল।

বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, রাজধানীর সায়েন্স ল্যাব, ফার্মগেট, শাহবাগ, গুলশান, মহাখালী, মিরপুর রোড, বাংলামোটর, সাত রাস্তা ও বনানী এলাকায় দিনভর যানবাহনের কম চাপ ছিল।  

বিকাশ পরিবহনের হেলপার শহিদ ইসলাম বলেন, রাস্তায় অতিরিক্ত গরমে যাত্রী পাওয়া যাচ্ছে না। এ কারণে যানজটের দেখাও পাইনি সারাদিন।  

যাত্রী সাহাদাৎ হোসেন বলেন, তীব্র গরমে বাসে চলা দিনদিন কষ্টকর হয়ে যাচ্ছে। উবার, পাঠাওয়ে যে পরিমাণ ভাড়া, তাতে আমাদের মতো মধ্যবিত্তদের চলা সম্ভব নয়। গরমে হঠাৎ ভাড়াও বেড়ে গেছে।

এদিকে গরমে পাঠাও বা উবারের মতো অ্যাপে রাইড দেওয়া বাইকারদেরও আয় কমেছে যাত্রীর অভাবে।

তাপপ্রবাহের মধ্যেই গরমে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হিট স্ট্রোকে মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এপ্রিলে তাপ্রবাহ নিয়ে সুখবর নেই। মাসের বাকি দিনগুলোতেও হিট অ্যালার্ট থাকার আভাস আছে। তবে মে মাসের শুরুতে উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি হতে পারে।  

তাপপ্রবাহের পুর্বাভাসে বলা হয়েছে, দেশের ওপর চলমান তাপপ্রবাহ ২৫ এপ্রিল থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এ সময়ে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।

অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, এপ্রিলের বাকি দিনগুলোতে বৃষ্টি নিয়ে সুখবর নেই। যদিও মে মাসের শুরুতে দেশের সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টির আভাস আছে, তাতে দেশের ওপর চলমান তাপপ্রবাহের তেমন কোনো পরিবর্তন হবে না।  

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৪  
এনবি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।