ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

ঘরে লাগা আগুনে শতবর্ষী বৃদ্ধার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৪
ঘরে লাগা আগুনে শতবর্ষী বৃদ্ধার মৃত্যু

বরিশাল: জেলার বানারীপাড়া উপজেলার উদয়কাঠিতে বসতঘরে আগুন লেগে শতবর্ষ এক নারী নিহত হয়েছেন। তবে কীভাবে ঘরে আগুন লেগেছে এ বিষয়ে স্থানীয় কেউ কিছু জানাতে পারেননি।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে উদয়কাঠি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মোশাররফ হোসেনের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে।

উদয়কাঠি ইউনিয়নের চেয়ারম্যান রাহাদ আহমেদ ননী বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঘরে হঠাৎ আগুন লেগে মুহূর্তে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের মধ্যে কৃষক মোশাররফ হোসেনের ১২০ (আনুমানিক) বছর বয়সী মা আমিরুন নেছাও আগুনে পুড়ে ছাই হয়ে গেছেন। ঘরের মধ্যে কেউ ছিল না। কীভাবে আগুন লেগেছে কেউ বলতে পারেন না। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে।

এদিকে কীভাবে আগুন লেগেছে ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৪
এমএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।