ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

রিকশা-ভ্যানচালকদের মধ্যে ক্যাপ-পানি ও খাবার স্যালাইন বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, মে ১, ২০২৪
রিকশা-ভ্যানচালকদের মধ্যে ক্যাপ-পানি ও খাবার স্যালাইন বিতরণ

ঢাকা: তীব্র তাপপ্রবাহে রিকশা ও ভ্যান চালকদের মধ্যে ক্যাপ, বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।  

বুধবার (১ মে) দুপুরে তেজগাঁও থানার পক্ষ থেকে ফার্মগেট ও লোকাস মোড়ের দুটি স্পটে এসব বিতরণ করা হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ লাঘব করতে গত ২১ এপ্রিল হতে তেজগাঁও থানার চারটি স্পটে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইনের বুথ বসানো হয়। প্রতিটি বুথেই প্রতিদিন ১০০ লিটার পানি ও ১০০ স্যালাইন দেওয়া হয়।  আজ মহান মে দিবস উপলক্ষে উক্ত চার বুথের পাশাপাশি ফার্মগেট ও লোকাস মোড় এলাকার দুটি স্পটে ক্যাপ, মিনারেল ওয়াটার ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।  

তিনি আরও বলেন, ক্যাপ, মিনারেল ওয়াটার ও খাবার স্যালাইন রিকশা ও ভ্যানচালকদের মধ্যে বিতরণ করা হয়। প্রায় ৫০০ রিকশা ও ভ্যানচালকের মধ্যে এগুলো বিতরণ করা হয়েছে।

এ সময় ঢাকা সিটি করপোরেশন ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহ আল মনজুর এবং বিশিষ্ট সমাজসেবক আবু সাদেক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মে ০১, ২০২৪
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।