ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, মে ৪, ২০২৪
লক্ষ্মীপুরে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রভাবশালী ব্যক্তিরা বসতবাড়ির-শিক্ষাপ্রতিষ্ঠানের পাশেই ইটভাটা গড়ে তুলেছেন। এসব ইটভাটায় মাটির যোগান হয় আশপাশের ফসলি জমি থেকে।

কৃষক বা জমি মালিকের কাছ থেকে এক কোদাল মাটি কিনলেও ভেকু দিয়ে জমি কাটার ফলে তৈরি হয়েছে ছোটবড় পুকুর।

সরেজমিনে দেখা যায়, সোনাপুর চৌরাস্তা-পানিওয়ালা সড়কের পাশে ভোলাকোট ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু ও তার ভাই বিল্লাল হোসেন আল মদিনা ব্রিকস ম্যানুফেকচারিং নামে একটি ইটভাটা পরিচালনা করে আসছে। ওই ভাটার ধোঁয়া এবং বালুতে আশপাশের গাছপালা বিবর্ণ আকার ধারণ করেছে। দেলোয়ার নিজেদের ভাটাসহ অন্যান্য ভাটায় ফসলি জমি থেকে মাটি কেটে বিভিন্ন ভাটায় বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া ওই ভাটার সামনে দিয়েই একটি সরকারি খাল রয়েছে। ভাটার পূর্ব পাশে খাল দখল করে শৌচাগার নির্মাণ করেছে ভাটা কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা গেছে, ভোলাকোটের চেয়ারম্যান দেলোয়ার ও তার ভাইসহ স্বজনরা আরও একাধিক ইটভাটা পরিচালনা করছেন। ওই ইউপি চেয়ারম্যানের প্রভাবে জমির মালিক ও কৃষকেরা মুখ খুলতে পারছেন না। এছাড়া উপজেলার ভোলাকোট, ভাদুর, নোয়াগাঁওসহ বিভিন্ন এলাকায় ১৯টি ইটভাটা গড়ে তুলেছেন। ভোলাকোটের নাগরাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ গজের মধ্যেই ইটভাটা, দেহলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জাহাঙ্গীর নামে এক ব্যক্তি একসঙ্গে তিনটি ইটভাটা পরিচালনা করছেন।

কৃষক জয়নাল আবেদিন ও সৈয়দ আহমেদসহ কয়েকজন জানায়, ইটভাটার মাঝিরা এসে কৃষকদের ভুল বুঝিয়ে এক কোদাল মাটি কিনে নেয়। কিন্তু তারা কোদাল দিয়ে মাটি না কেটে ভেকু দিয়ে কাটে। এতে প্রায় ২ ফুট গভীর করে মাটি নিয়ে যায় ভাটা কর্তৃপক্ষ।  

ভুক্তভোগী শামছুদ্দিন বলেন, আমি এক কোদাল মাটি বিক্রি করেছি। তাও বর্ষায় নেওয়ার কথা। এখন এসে দেখি ভেকু দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছে। এক কোদালের স্থলে ২-৩ ফুট গভীর করে মাটি কাটা হয়েছে। এতে আগামী মৌসুমে এ জমিতে চাষাবাদ করা যাবে না।  

ভোলাকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, আমার একটি ইটভাটা রয়েছে। আমার লোকজন এটি পরিচালনা করছেন। অনেকে পুকুরের মতো করে মাটি কেটে ভাটায় নিয়ে গেলে আমি এক কোদালের বেশি নিই না। আমি ভাটা মালিকদের নিয়ম অনুযায়ী চলতে বললেও কেউ শুনে না।  

লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান বলেন, রামগঞ্জে ১৯টি ইটভাটা ছিল। লাইসেন্স না থাকায় দুটি বন্ধ করে দেওয়া হয়েছে। ফসলি জমির মাটি কাটার বিষয়টি ডিসি-ইউএনওরা দেখবেন। বিষয়টি আইনশৃঙ্খলা কমিটির সভায় লিখিতভাবে জানানো হয়েছে।  

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন ইসলাম বলেন, ফসলি জমির উপরি ভাগের মাটি কেটে ইটভাটায় বিক্রি অবৈধ। মাটি কাটার ঘটনায় বৃহস্পতিবার (২ মে) দুপুরে অভিযান চালানো হয়েছে। কিন্তু ঘটনাস্থল গিয়ে কাউকে পাওয়া যায়নি। বিদ্যালয়ের পাশে ইটভাটা পরিচালনার বিষয়টি আমার জানা নেই।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, মে ০৪, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।