ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিপুল নকল ওরস্যালাইন জব্দ, গ্রেপ্তার ৩  

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, মে ৪, ২০২৪
বিপুল নকল ওরস্যালাইন জব্দ, গ্রেপ্তার ৩   প্রতীকী ছবি

ঢাকা: তীব্র তাপদাহে খাবার ওরস্যালাইন চাহিদা বেড়ে যায়। এই সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধুচক্র কারখানা স্থাপন করে নকল ওরস্যালাইন উৎপাদন করে আসছিল।

এমন অভিযোগের ভিত্তিতে রাজধানীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওরস্যালাইন ও তৈরির সরঞ্জামাদিসহ ৩ প্রতারককে জন গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ।  

শনিবার (৪ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে শনিবার (৪ মে) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে তিনি।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, মে ৪, ২০২৪
এসজেএ/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।