ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

কল্পনা চাকমা অপহরণ মামলা খারিজের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, মে ৪, ২০২৪
কল্পনা চাকমা অপহরণ মামলা খারিজের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

খাগড়াছড়ি: নারী নেত্রী কল্পনা চাকমা অপহরণ মামলা খারিজের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও হিল উইমেন ফেডারেশন।

শনিবার (৪ মে) বেলা ১১টায় খাগড়াছড়ি চেঙ্গী স্কোয়ারে বিক্ষোভ সমাবেশ করা হয়।

বিক্ষোভ সমাবেশ শেষে চেঙ্গী স্কোয়ার থেকে একটি মিছিল বের হয়ে স্বনির্ভর বাজারে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, তৎকালীন হিল উইমেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কল্পনা চাকমা ১৯৯৬ সালের ১২ জুন রাঙামাটির বাঘাছড়ির নিজ বাড়ি থেকে অপহরণ হন। দীর্ঘ বছর ধরে অপহরণ মামলার আসামিদের রক্ষা করার জন্য সম্প্রতি মামলাটি খারিজ করা দেওয়া হয়। ২৮ বছরেও মামলাটির কোনো বিচার পায়নি।

এতে আরও বক্তব্য দেন- হিল উইমেন ফেডারেশন সভাপতি নীতি শোভা চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান, সাধারণ সম্পাদক রিতা চাকমা, এন্টি চাকমা।

উল্লেখ্য যে, গত ২৩ এপ্রিল রাঙামাটির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তার আদালত কল্পনা চাকমা অপহরণ মামলা খারিজ করে দেন।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, মে ০৪, ২০২৪
এডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।