ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কচুয়ায় ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, মে ৪, ২০২৪
কচুয়ায় ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক ২

চাঁদপুর: জেলার কচুয়া ও মতলব উপজেলার সীমান্ত সড়কে ১৪ কেজি গাঁজাসহ আলমগীর হোসেন (৪৫) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হাবীব ও ইমান আলী নামে আরও দুই কারবারি পালিয়ে গেছেন।

শনিবার (০৪ মে) ভোরে উপজেলার কচুয়া-কাশিমপুর সড়কের গোলবাহার চৌরাস্তায় ব্রিজের ওপর থেকে অটোরিকশা ও গাঁজাসহ আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়।

আলমগীর কচুয়া পৌরসভার মাছিমপুর গ্রামের মৃত হোসেন আহম্মেদের ছেলে। বর্তমানে তিনি করইশ গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন।

পলাতকরা হলেন- করইশ গ্রামের সফি উল্লাহর ছেলে ইমান আলী (৩৫) ও হোসেন মিয়ার ছেলে মো. হাবিব (৪০)।

চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কচুয়া থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে কচুয়া-কাশিমপুর সড়কের গোলবাহার চৌরাস্তায় ব্রিজের ওপর অভিযান চালান। এ সময় ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ১৪ কেজি গাঁজাসহ আলমগীরকে আটক করা হয়। এই ঘটনায় আরও দুইজন পলাতক আছেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার আলমগীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, মে ০৪, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।