ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় ট্রাক্টর চাপায় নারীর মৃত্যু, আহত ৩

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, মে ৫, ২০২৪
শার্শায় ট্রাক্টর চাপায় নারীর মৃত্যু, আহত ৩

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত মাটিবাহী ট্রাক্টরের চাপায় রিতা রাণী (২১) নামে মোটরসাইকেলের এক নারী আরোহী মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই আরোহী।

 

রোববার (৬ মে) বিকেলে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের জামতলা মবিল ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত রিতা রাণী হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গড়কুমারপুর গ্রামের মিলন গোলদারের স্ত্রী। এ ঘটনায় মিলন গোলদার তার শিশু কন্যা প্রিয়া ও মোটরসাইকেলচালক আহত হয়েছেন।  

আহত মিলন গোলদার জানান, তারা শ্যামনগর থেকে মোটরসাইকেল যোগে তার শ্বশুরবাড়ি শার্শার গোড়পাড়ায় যাচ্ছিলেন। পথে বাগআঁচড়া জামতলা মবিল ফ্যাক্টরির সামনে এলে মাটিবাহী একটি ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ট্রাক্টরচাপায় ঘটনাস্থলেই তার স্ত্রীর মৃত্যু হয় এবং তার ছোট মেয়ে, তিনি ও মোটরসাইকেলচালক আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।  

নাভারণ হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর মফিজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। চাপা দেওয়া ট্রাক্টরটি জব্দের চেষ্টা চলছে। এছাড়া এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মে ০৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।