ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে দুই ইটভাটা মালিককে দেড় লাখ টাকা জরিমানা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, মে ৬, ২০২৪
ঈশ্বরদীতে দুই ইটভাটা মালিককে দেড় লাখ টাকা জরিমানা

পাবনা (ঈশ্বরদী): জেলার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নে দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ মে) র‌্যাব-১২ এর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খান।

র‍্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।  

র‍্যাবের বিজ্ঞপ্তিতে জানা যায়, দীর্ঘদিন ধরে পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কিছু ইটভাটায় অবৈধভাবে ইট প্রস্তুত করে আসছিল। পরে রোববার সকালে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের দাদাপুরে দুটি ইটভাটায় অভিযান চালানো হয়।  

ইটভাটা স্থাপন ও ইট প্রস্তুত আইন-২০১৩ সালের আইন লঙ্ঘনের অভিযোগে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের দাদাপুর গ্রামের মৃত আহাদ আলী মল্লিকের ছেলে পান্নু মল্লিককে (৪৬) এক লাখ টাকা এবং ব্রিকস নামক ইটভাটার মালিক মৃত আ. মোমিন প্রমাণিকের ছেলে পিন্টু প্রমাণিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শাহাদত হোসেন খান বাংলানিউজকে জানান, র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খানের নেতৃত্বে র‌্যাবের একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, মে ৬, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।