ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে জাল টাকাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, মে ৬, ২০২৪
গোপালগঞ্জে জাল টাকাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

গোপালগঞ্জ: গোপালগঞ্জে ২৮ হাজার ২০০ টাকার জাল টাকাসহ রিপন মোল্লা (৪৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ মে) রাতে জেলা শহরের হাসপাতাল রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রিপন মোল্লা জেলার কাশিয়ানী উপজেলার পুইশর ইউনিয়নের দেবাশুর গ্রামের মুনছুর মোল্লার ছেলে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, জেলা শহরের হাসপাতাল রোড এলাকা থেকে স্থানীয় লোকজন জাল টাকাসহ রিপন মোল্লাকে আটক করে পুলিশের সোপার্দ করে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ২৮ হাজার ২০০ টাকার জাল টাকা জব্দ করা হয়।

তিনি আরও জানান, রিপনের বিরুদ্ধে জাল টাকার মামলাসহ একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে সদর থানায় আরও একটি মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, মে ৬, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।