গাইবান্ধা: দলীয় শৃঙ্খলা ভেঙে পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ায় জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল আমিন মণ্ডল সুমনকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৬ মে) জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানা যায়।
সোমবার সন্ধ্যায় গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
তৌহিদুল আমিন মণ্ডল সুমন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ পদে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা ৬ জন। বাকি পাঁচজন হলেন- একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ (মোটরসাইকেল), উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন (শালিক পাখি), তৌহিদুল ইসলাম মণ্ডল (দোয়াত-কলম), অ্যাডভোকেট জরিদুল হক (কাপ-পিরিচ) ও নাজিবুর রহমান নয়ন (আনারস)।
আগামী ২১ মে পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
পলাশবাড়ী পৌরসভা ছাড়াও উপজেলার ৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৩ হাজার ২০৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯ হাজার ২ শত ৬ জন এবং নারী ১ লাখ ১৪ হাজার ২ জন ও তৃতীয় লিঙ্গের ১ জন।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ০৬, ২০২৪
আরএ