ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জামালপুরে কবরস্থান থেকে সাত কঙ্কাল চুরি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, মে ৬, ২০২৪
জামালপুরে কবরস্থান থেকে সাত কঙ্কাল চুরি 

জামালপুরের ইসলামপুরে একটি পারিবারিক কবরস্থান থেকে সাতটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। তবে বিষয়টি সম্পর্কে অবগত নয় থানা পুলিশ।

 

সোমবার (০৬ মে) বিকেলে বিষয়টি জানতে পেরে কবরস্থানে জড়ো হয়েছেন স্থানীয়রা।

এর আগে গতকাল রোববার (০৫ মে) রাতে কোনো এক সময় উপজেলা সদর ইউনিয়নের পাঁচ বাড়িয়া উত্তরপাড়া কবরস্থানে এ ঘটনা ঘটে।  

নিহত মরদেহগুলোর স্বজন ও স্থানীয়রা জানান, গতরাতে একই কবরস্থান থেকে কে বা কারা মরদেহগুলো নিয়ে যায়। আজ বিকেলে তারা বিষয়টি জানতে পারে। কবরস্থানে এসে সাতটি কবরে গর্ত ও মরদেহগুলোর চুল এবং দেহের অংশ বিশেষ পরে থাকতে দেখেন তারা। কয়েকটি কবরে মরদেহ নেই। এ ঘটনায় আতঙ্কিত তারা। এ অবস্থায় বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

চুরির বিষয়টি নিশ্চিত করে স্থানীয় চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিন বলেন, আমি ঘটনাটি শুনেছি। মৃতদের আত্মীয়স্বজন এবং গ্রামবাসী এই ঘটনায় ক্ষুব্ধ।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সুমন তালুকদার বলেন, আমারা বিষয়টি সম্পর্কে অবগত নয়। কেউ জিডি অথবা অভিযোগ দিতে আসেনি।  

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, মে ৬, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।