ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুজিবনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, মে ৯, ২০২৪
মুজিবনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সবুজ হোসেন (২৪) নামের এক যুবক নিহত ও আহত হয়েছেন তৌফিক হোসন (২০) নামে অপর এক যুবক।

বুধবার (৮ মে) সন্ধ্যায় মুজিবনগর-দর্শনা রাস্তার বল্লভপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সবুজ মেহেরপুর সদর উপজেলার বাঁড়িবাকা গ্রামের পাখি সেনের ছেলে ও আহত তৌফিক একই গ্রামের আক্কাস আলীর ছেলে।

সবুজ ও তৌফিক মোটরসাইকেলে করে মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রাম থেকে কেদারগঞ্জ বাজারের দিকে আসছিলেন। পথে বল্লভপুর গ্রামে এসে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশে একটি খাদে যান। এতে দুজনেই গুরুতর আহত হন।  

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার সবুজকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত তৌফিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ( রামেকে) রেফার্ড করেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল দত্ত দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত সবুজের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, মে ০৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।