ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় দুপক্ষের সংঘর্ষ, আহত ২০ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, মে ৯, ২০২৪
ভাঙ্গায় দুপক্ষের সংঘর্ষ, আহত ২০ 

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় ফসলি জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।  

বৃহস্পতিবার (৯ মে) সকালে উপজেলার হামেরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

জানা গেছে, গোপীনাথপুর গ্রামের ফসলি জমি নিয়ে সাইমুন শেখ ও সিরাজ মিয়ার মধ্যে বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্র ঢাল, সড়কি, লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে সাইমুন ও কুদ্দুস মুন্সীর দলের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। এর মধ্যে ১৬ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে এবং দুজনকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ও একজনকে ঢাকায় হস্তান্তর করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।  

এ বিষয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কবির মোল্লা জানান, সকালে হামেরদী ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় সংঘর্ষের ঘটনা সংগঠিত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, মে ০৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।