ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মোবাইলে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, মে ১০, ২০২৪
মোবাইলে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নীলফামারী: জেলার সৈয়দপুরে মোবাইলফোনে কথা বলতে বলতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে আরমান হোসেন (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১০ মে) দুপুরের দিকে শহরের সৈয়দপুর-চিলাহাটি রেলপথের গোলাহাট বাইপাস সড়কের রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

 

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।  

মৃত আরমান শহরের সাহেবপাড়া এলাকার সেলিম হোসেনের ছেলে। তিনি পেশায় একজন পল্লীচিকিৎসক।

সৈয়দপুর রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে শহরের রেলক্রসিং বাইপাস সড়কের গোলাহাট এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিল ওই যুবক। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

রেলওয়ে থানার ওসি বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, মে ১০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।