ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে রেললাইনের পাশে পড়েছিল যুবকের মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, মে ১০, ২০২৪
নরসিংদীতে রেললাইনের পাশে পড়েছিল যুবকের মরদেহ  প্রতীকী ছবি

নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকায় রেললাইনের পাশে পড়ে থাকায় অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ মে) বিকেলে তার মরদেহ উদ্ধার করেছে নরসিংদী রেলওয়ে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে ঘোড়াশাল এলাকার রেললাইনে কয়েকজন যুবক ঘুরতে বের হন। এ সময় তারা রেললাইনে রক্তের দাগ ও পাশে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে রেলওয়ে স্টেশনে জানান। তবে কোন ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে তাৎক্ষণিক তারা জানাতে পারেননি।  

তবে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনের বুকিং সহকারী মাসুদ সরকারের ধারণা, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।  

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাইবুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত যুবকের পরিচয় জানা যায়নি। নরসিংদী রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) মোহাম্মদ শহিদুল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মে ১০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।