ঢাকা, শুক্রবার, ৭ আষাঢ় ১৪৩১, ২১ জুন ২০২৪, ১৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, মে ১২, ২০২৪
লক্ষ্মীপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু  বাংলানিউজ ফাইল ছবি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের নলডগী গ্রামে বজ্রপাতে মো. মোস্তফা মিয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

রোববার (১২ মে) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তফা ওই গ্রামের মৃত সুজা মিয়ার ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের সয়াবিন ক্ষেতে কাজ করছিলেন মোস্তফা। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

কুশাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চৌকিদার মো. শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, থানার অনুমতি সাপেক্ষে পরিবারের লোকজন মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মে ১২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।