ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ৩০ ভরি স্বর্ণ লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, মে ১৩, ২০২৪
মাদারীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ৩০ ভরি স্বর্ণ লুট

মাদারীপুর: মাদারীপুরে ইতালি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল ঘরের সবাইকে জিম্মি করে নগদ টাকা ও ৩০ ভরি সোনার গহনা লুট করে পালিয়েছে।

 

রোববার (১২ মে) মধ্যরাতে সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ গ্রামে হাবিব জামদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রবাসী হাবিব জামদারের বাড়িতে রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে একদল ডাকাত জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে। পরে ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। এরপর ৩০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ তিন লাখ টাকা, মোবাইল ফোন ও ল্যাপটপ নিয়ে যায়। খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম সালাউদ্দিন বলেন, ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, মে ১৩, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।