ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় যুদ্ধাপরাধ মামলার আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, মে ১৩, ২০২৪
কুমিল্লায় যুদ্ধাপরাধ মামলার আসামি গ্রেপ্তার

কুমিল্লা: কুমিল্লায় যুদ্ধাপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।  

রোববার (১২ মে) রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ কুমিল্লার একটি দল জেলার সদর দক্ষিণ উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে।

 

সোমবার (১৩ মে) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন র‍্যাব-১১ কুমিল্লার উপপরিচালক মাহমুদুল হাসান।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. আবু বক্কর সিদ্দিক (৮০)। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার উত্তর কদমতলা গ্রামের বাসিন্দা।

র‍্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকা থেকে আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন কুমিল্লায় তার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে ছিলেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাকে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, মে ১৩, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।