ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ভ্যানচালকের ছুরিকাঘাতে অটোচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, মে ১৩, ২০২৪
বাগেরহাটে ভ্যানচালকের ছুরিকাঘাতে অটোচালক নিহত

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে তুচ্ছ ঘটনায় ভ্যানচালকের ছুরিকাঘাতে আল ইমরান (২৫) নামে এক অটোচালক নিহত হয়েছেন।

সোমবার (১৩ মে) রাত ৮টার দিকে উপজেলার আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল ইমরান পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার চরনিপত্তাশী গ্রামের আব্দুস সামাদ খানের ছেলে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সামছুউদ্দিন বলেন, তুচ্ছ ঘটনায় বাগবিতণ্ডার একপর্যায়ে ভ্যানচালক ফাহাদ অটো চালকের পেটে ছুরিকাঘাত করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভ্যানচালককে আটক করতে অভিযান শুরু হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিস্তারিতে পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, ১৩ মে, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।