ঢাকা, বুধবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ঝালকাঠিতে চেয়ারম্যানসহ ১৭ জনের নামে মামলা, গ্রেপ্তার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, মে ১৫, ২০২৪
ঝালকাঠিতে চেয়ারম্যানসহ ১৭ জনের নামে মামলা, গ্রেপ্তার ৩

ঝালকাঠি: ঝালকাঠিতে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খানের নির্বাচনী বৈঠকে হামলার ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।  

চেয়ারম্যান প্রার্থীর ভাই হেমায়েত উদ্দিন খান বাদী হয়ে বুধবার (১৫ মে) সকালে মামলাটি (নম্বর-১৬) দায়ের করেন।

 

মামলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা রেজাউল করীম জাকির, কামাল শরীফ, হাফিজ আল মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি আল মাসুদ মধু, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজসহ ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।  

মামলা দায়েরের পরেই পুলিশ অভিযান চালিয়ে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলফি সাহারুন শুভ, ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ শোভন, তুহিন হাওলাদারকে গ্রেপ্তার করে।

মামলার বিবরণে জানা গেছে, সদর উপজেলা পরিষদ নির্বাচনের দোয়াত কলম প্রতীকের প্রার্থী সুলতান হোসেন খানের নির্বাচনী বৈঠকের পূর্ব নির্ধারিত তারিখ ছিল মঙ্গলবার সন্ধ্যায় শহরের রামনগর (কির্ত্তীপাশা মোড়) এলাকায়। নির্বাচনী বৈঠকের শেষ পর্যায়ে দলবল নিয়ে মিছিল দিয়ে ওই বৈঠকে হামলা করা হয়।  

প্রতিপক্ষের হামলায় দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সুলতান হোসেন খানসহ কমপক্ষে ২০ জন আহত হন।  

হামলায় ইত্তেফাকের জেলা প্রতিনিধি শফিউল ইসলাম সৈকত, ডিবিসি নিউজের অলোক সাহা ও আমাদের বার্তার প্রতিনিধি কামরুজ্জামান সুইট আহত হন। আহত চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খানকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

আহত অন্যরা হলেন- জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এসএম রুহুল আমীন রেজভী, সুলতান হোসেন খানের সমর্থক কেএস জাহিদ, মনির খান, রুবেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মিলু।  

বাদী হেমায়েত উদ্দিন খান বলেন, আনারস প্রতীকের প্রার্থী খান আরিফুর রহমানের সমর্থক জেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দোয়াত কলম প্রতীকের প্রার্থী সুলতান হোসেন খানের সভায় হামলা করে গাড়ি ভাঙচুর করে। সুলতান হোসেনকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়। উল্লেখ্য খান আরিফুর রহমান সংসদ সদস্য আমির হোসেন আমুর প্রার্থী হিসেবে পরিচয় দেন।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, নির্বাচনী সংঘর্ষের পরে মামলা দায়ের করেছে চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খানের ভাই হেমায়েত উদ্দিন খান। অভিযান চালিয়ে এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ১৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।