ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ইঞ্জিনের অতিরিক্ত তাপে মাইক্রোবাসে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, মে ১৬, ২০২৪
রাজধানীতে ইঞ্জিনের অতিরিক্ত তাপে মাইক্রোবাসে আগুন

ঢাকা: রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এক্সপ্রেসওয়েতে একটি মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

বৃহস্পতিবার (১৬ মে) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রোজিনা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর ১২টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোবাসের আগুন নেভায় ১২ টা ৪০ মিনিটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে না গাড়ির ইঞ্জিনের অতিরিক্ত তাপের কারণে এ আগুনের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, মে ১৬, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।