ঢাকা, রবিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

বিমান মন্ত্রণালয়ের নামে ফোন, সতর্ক করে গণবিজ্ঞপ্তি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১১, মে ১৬, ২০২৪
বিমান মন্ত্রণালয়ের নামে ফোন, সতর্ক করে গণবিজ্ঞপ্তি

ঢাকা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নামে ফোন দিয়ে আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) মন্ত্রণালয়ের উপসচিব মো. রাহেনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টিতে সতর্ক করা হয়।

তাতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন মোবাইল নাম্বার থেকে ফোন করে প্রতারক চক্র এ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী হিসেবে পরিচয় দিচ্ছেন। এর মাধ্যমে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন মর্মে জানা গেছে। এ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে কর্মকর্তাদের নাম, পদবি, ফোন নম্বর ও ই-মেইল অ্যাড্রেস দেওয়া আছে। সেসব নির্দিষ্ট নম্বর ছাড়া অন্য কোনো নম্বর থেকে ফোন করে এ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী পরিচয় দিলে, ধরে নিতে হবে সেটি প্রতারণার জন্য করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে এ ধরনের প্রতারক চক্রের ফাঁদে পড়ে আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, মে ১৬, ২০২৪
এমআইএইচ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।