ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৩ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, মে ১৮, ২০২৪
নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৩  বজ্রপাতে নিহতদের স্বজনদের আহাজারি

নরসিংদী: নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।

 

শনিবার (১৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকবালিতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আলোকবালি এলাকার কামাল মিয়ার স্ত্রী শরিফা বেগম (৫০),  ছেলে ইকবাল মিয়া (১২) ও পাশের গ্রামের কাইয়ুম আলী (২২)।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শনিবার সকালে কামাল, তার স্ত্রী শরিফা, ছেলে ইকবাল ও পাশের গ্রামের বাসিন্দা কাইয়ুম আলীসহ বেশ কয়েকজন ক্ষেতে ধান কাটছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এ পরিস্থিতিতে তারা ক্ষেতের পাশে পলিথিনের একটি ছাউনিতে বানিয়ে আশ্রয় নেন। এ সময় সেখানে বজ্রপাতে শরিফা, কাইয়ুম ও কামালসহ পাঁচজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে কাইয়ুম ,শরিফা ও ইকবালের মৃত্যু হয়। আহত দুজনকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মে ১৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।