মেহেরপুর: নাশকতার মামলায় আসামি গাংনী উপজেলা জামায়াতের আমির ডাক্তার রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিউল ইসলাম উপজেলার কড়ইগাছি বড়বামন্দী গ্রামের মৃত্যু আব্দুর রউফের ছেলে।
রোববার (১৯ মে) সকালের দিকে গাংনী দাশপাড়া এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গাংনী থানা পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নাশকতা মামলায় আদালত রবিউল ইসলামের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তাকে গ্রেপ্তার করা হয়। পরে
আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মে ১৯, ২০২৪
এসএম
বাংলাদেশ সময়: ৪:৪২ পিএম, মে ১৯, ২০২৪ /