ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রুমায় কেএনএফের বিরুদ্ধে বম জনগোষ্ঠীর মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, মে ২২, ২০২৪
রুমায় কেএনএফের বিরুদ্ধে বম জনগোষ্ঠীর মানববন্ধন

বান্দরবান: বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধন করেছেন রুমা উপজেলার বম সম্প্রদায়ের শতাধিক মানুষ।

বুধবার (২২ মে) সকালে রুমা বাজারে হরি মন্দিরে সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় হাতে হাত ধরে ফেস্টুন ও ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেন বম সম্প্রদায়ের নারী-পুরুষ, শিক্ষার্থী ও শিশুরা।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলার বেথেল পাড়ার সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি) সদস্য লাললুং থাং বম, ধর্মীয় যাজক রেভা. পেকলিয়ান বম, নারী নেতা জিং ঠুয়াই বম, শিক্ষার্থী এসথার বম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য জেলা বান্দরবানে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীদের অপরাধমূলক কার্যকলাপের কারণে সাধারণ বম জনগোষ্ঠী বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। সাধারণ বম জনগোষ্ঠী এখন ভয়ে নিজ বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে।

বক্তারা দেশবিরোধী কার্যক্রম থেকে কেএনএফের সদস্যদের ফেরত এসে স্বাভাবিক জীবন যাপনের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, মে ২২, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।