ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসাছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, মে ২২, ২০২৪
কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসাছাত্রের মৃত্যু প্রতীকী ছবি

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ ইসমাইল হোসেন (১২) নামে মাদরাসার এক ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মৌতলার পুরাতন বাজার এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল একই এলাকার শেখ শাহজাহান আলীর ছেলে। সে মথুরেশপুর ইউনিয়নের রায়পুরের একটি মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।

স্থানীয় সূত্র জানায়, মাদরাসা থেকে ছুটি পেয়ে ইসমাইল বুধবার সকালে বাড়িতে আসে। বাড়িতে অবস্থানকালীন ঘরের ফ্যানে সংযোগ দেওয়ার সময় সুইচ বোর্ডে হাত আটকে বিদ্যুতায়িত হয় সে। প্রায় ৩০ সেকেন্ড পর বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত মেইন সুইচ বন্ধ করে দেন। পরে ইসমাইলকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাকির হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।

মৌতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফেরদাউস মোড়ল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, মে ২২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।