ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

উন্নয়নের শিখরে পৌঁছাতে সংসদীয় সরকারের বিকল্প নেই: ডেপুটি স্পিকার

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, মে ২৫, ২০২৪
উন্নয়নের শিখরে পৌঁছাতে সংসদীয় সরকারের বিকল্প নেই: ডেপুটি স্পিকার

ঢাকা:  জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও বাংলাদেশকে উন্নয়নের শিখরে পৌঁছাতে সংসদীয় পদ্ধতির সরকারকে প্রাতিষ্ঠানিক রূপদানের কোন বিকল্প নেই। আগামী প্রজন্মকে উন্নত করার লক্ষ্যে এ বিষয়ে শিশুদের দক্ষতা অর্জন করা অত্যন্ত জরুরি।

চাইল্ড পার্লামেন্ট বিশ্ব নেতৃত্ব তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে।

শনিবার (২৫ মে) রাজধানীর গুলশানের লেকশোর হাইটসে ‘সকল শিশুই মূল্যবান, করবে দেশের উন্নয়ন’ প্রতিপাদ্যে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের উদ্যোগে আয়োজিত ‘চাইল্ড পার্লামেন্ট, ২৩তম অধিবেশন-২০২৪’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এ কথা বলেন।

শামসুল হক টুকু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন সংগ্রাম ও লড়াইয়ের মাধ্যমে সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তন করে গিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা বাধা-বিঘ্নকে অতিক্রম করে এ পদ্ধতিকে প্রাতিষ্ঠানিক রূপদানে নিরলস কাজ করে যাচ্ছেন। দেশের লক্ষ্য বাস্তবায়নে এ ধরনের চাইল্ড পার্লামেন্টের আয়োজন খুবই প্রশংসনীয়।

তিনি বলেন, আজকের শিশুই আগামীর ভবিষ্যৎ। তারাই আগামীতে উন্নত বাংলাদেশের নেতৃত্ব দেবে ও ডেল্টা পরিকল্পনা বাস্তবায়ন করবে। শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ও সবার জন্য অন্ন-বস্ত্র-বাসস্থান-স্বাস্থ্য-শিক্ষার শতভাগ নিশ্চিতকরণে বর্তমান সরকার বহুমুখী পরিকল্পনা নিয়েছে।

এ চাইল্ড পার্লামেন্টে শিশুরা কার্যপ্রণালি বিধি অনুযায়ী স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, মন্ত্রী ও সংসদ সদস্যের ভূমিকায় অবতীর্ণ হয়ে বিভিন্ন বিষয়ে দেশের বিদ্যমান সমস্যা তুলে ধরে আলোচনা শেষে সমাধানের সুপারিশ করে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মে ২৫, ২০২৪
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।