ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ৪০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, মে ২৮, ২০২৪
সিরাজগঞ্জে ৪০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে দুটি প্রাইভেটকার যোগে পাচারকালে ৪০০ বোতল ফেনসিডিলসহ তিন কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২৮ মে) সকালে সিরাজগঞ্জ-কাজিপুর মহাসড়কে সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ কবরস্থানের সামনে চেকপোস্ট বসিয়ে ফেনসিডিল জব্দসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন- নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার গাড়াক গ্রামের মো. অহিদুল ইসলামের ছেলে মো. সুমন সরকার (৩৭), গাজীপুর জেলার কালিয়াকৈর থানার রাখালিয়া চালা গ্রামের আব্দুর রহিম সরকারের ছেলে মো. শাহীন আলম (৪১) ও বগুড়া জেলা সদরের মালগ্রাম মধ্যপাড়া এলাকার মৃত কোরবান আলীর ছেলে মো. শহিদুল ইসলাম ওরফে সোহাগ (৩৯)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলহাজ উদ্দীন জানান, গোপন তথ্যের ভিত্তিতে সকাল ৭টার দিকে পর পর দুটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪০০ বোতল ফেনসিডিল জব্দসহ ওই ওই তিন কারবারিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার দুটিও জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

ওসি জুলহাজ উদ্দীন আরও জানান, গ্রেপ্তার সুমনের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। শহিদুলের বিরুদ্ধেও একটি মামলা আদালতে বিচারাধীন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মে ২৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।