ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

গ্যারেজে জমা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিকশাচালকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩২, মে ২৮, ২০২৪
গ্যারেজে জমা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিকশাচালকের মৃত্যু

ঢাকা: রাজধানীর ডেমরা ডগাইর এলাকায় একটি গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্টে এরশাদ (২৭) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডগাইর বাজার মাজার রোডে মাহবুবের গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. রুবেল জানান, ডগাইর বাজার মাজার রোডে মাহবুবের গ্যারেজের রিকশা চালান তারা। সন্ধ্যায় কাজ শেষে রিকশা নিয়ে গ্যারেজে ফিরেন এরশাদ। তখন অটোরিকশাটির ব্যাটারি চার্জ দেয়ার সময় সেখান থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। সঙ্গে সঙ্গে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, সোমবার দিনভর বৃষ্টির কারণে রিকশার গ্যারেজটিতে পানি জমে ছিল। সে পানির উপরেই অটোরিকশাটি রেখে ব্যাটারি চার্জ করছিলেন এরশাদ।

মৃত এরশাদের স্ত্রী হালিমা আক্তার জানান, তাদের বাড়ির শেরপুর সদর উপজেলায়। পরিবার নিয়ে ডগাইর মাজার রোডের একটি বাড়িতে ভাড়া থাকেন। ভাড়ায় অটোরিকশা চালান তিনি।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, মে ২৮, ২০২৪

এজেডএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।