ঢাকা, শনিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২২ জুন ২০২৪, ১৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজস্থলীর সীমান্ত সড়কে পিকআপ ভ্যান খাদে পড়ে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, মে ২৯, ২০২৪
রাজস্থলীর সীমান্ত সড়কে পিকআপ ভ্যান খাদে পড়ে নিহত ১

রাঙামাটি: রাঙামাটির রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কে পিকআপ ভ্যান পাহাড়ি খাদে পড়ে নবী হোসেন (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (২৮ মে) রাতে উপজেলার বিলাইছড়ি-শুক্কুরছড়ি চারকিলো নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন।  

নিহত নবী হোসেন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুব পালন গ্রামের জাফর আহম্মদের ছেলে।  

গুরুতর আহতদের মধ্যে একজনের নাম মোহাম্মদ কালামিয়া (৪০) এবং অপরজনের নাম মোহাম্মদ ইয়াসিন (৫০)। তারাও একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত সড়কের কাজ শেষ করে শ্রমিক বহনকারী গাড়িটি রাজস্থলীর উপজেলা সদরের যাচ্ছিল। পথে শুক্কুরছড়ি চারকিলো নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাহাড়ের গভীর খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই নবী হোসেন মারা যান। এসময় গুরুতর আহত হন আরও দুই শ্রমিক।

ওসি ইকবাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, মে ২৯, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ