ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে দেয়াল ধসে ২ জন নিহত হওয়ার ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, মে ৩০, ২০২৪
বরিশালে দেয়াল ধসে ২ জন নিহত হওয়ার ঘটনায় মামলা

বরিশাল: ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে বরিশাল নগরের ভবনের দেয়াল ধসে হোটেল মালিক এবং কর্মচারী নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মামলায় নির্মাণাধীন ভবন মালিক নুরুল ইসলাম খলিফা ও তার স্ত্রী সীমা ইসলামকে অভিযুক্ত করা হয়েছে।

 নিহত হোটেল মালিক লোকমান হাওলাদারের স্ত্রী নূর নাহার বাদী হয়ে মঙ্গলবার (২৮ মে) কোতোয়ালি মডেল থানায় এ মামলা করেন।  

বৃহস্পতিবার (৩০ মে) এ তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক।  

আসামিরা হলেন, রূপাতলী হাউজিংয়ের ৭ নম্বর রোডের ভবন মালিক নুরুল ইসলাম খলিফা ও তার স্ত্রী সীমা ইসলাম।

এর আগে ২৭ মে ভোরে বৈরী আবহাওয়ার মধ্যে নগরের রূপাতলী বাসস্ট্যান্ড এলাকার নির্মাণাধীন চারতলা ভবনের ছাদের দেয়ালের অংশ ধসে টিনশেড হোটেলে পড়ে। এতে হোটেল মালিক লোকমান ও তার কর্মচারী সাকিব নিহত হন।  

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, নুরুল ইসলাম খলিফা চারতলা ভবন নির্মাণ করতে গিয়ে আগেও দুর্ঘটনার শিকার হয়েছে। যেই স্থান থেকে দেয়ালের অংশ ধসে পড়েছে, সেই একই স্থান হতে আগেও কয়েকটি ইট খসে পড়েছিল লোকমানের টিনশেড হোটেলে। তখন ভবন মালিককে সতর্ক করা হয়েছিল। এমনকি স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে তাকে বিল্ডিং কোড মেনে নিরাপদে কাজ করার অনুরোধ করা হয়। কিন্তু ভবন মালিক এবং তার স্ত্রী কোনোভাবেই সেই অনুরোধের কর্নপাত করেননি। আর তাই ভবন মালিকের অসাবধানতা এবং অবহেলার কারণেই দেয়াল ধসে একই হোটেলের মালিক এবং শ্রমিকের নির্মম মৃত্যু হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, মে ৩০, ২০২৪
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।