ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

মিয়ানমারে ভূমিকম্পে কাঁপল রাঙামাটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জুন ২, ২০২৪
মিয়ানমারে ভূমিকম্পে কাঁপল রাঙামাটি ইনসেটে মিয়ানমারের আবহাওয়া ও জলবিদ্যা বিভাগের দেওয়া তথ্য সংবলিত ছবি

রাঙামাটি: মিয়ানমারে মাওলাইদ এলাকায় হওয়া ভূমিকম্পে কেঁপেছে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা রাঙামাটিও। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।

এমনটি জানিয়েছে বাংলাদেশ ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র।

রোববার (০২ জুন) দুপুর ২টা ৪৪ মিনিট ৫৯ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, চট্টগ্রাম বিমানবন্দর আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা এম এইচ মোছাদ্দেক।

তিনি বলেন, মিয়ানমারের মাওলাইদ এলাকায় ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। এটি অনুভূত হয়েছে বাংলাদেশের রাঙামাটি জেলাতেও। ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ৪৪১ কিলোমিটার দূরে।

ভূমিকম্পে রাঙামাটিতে এখনো কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

মিয়ানমারের আবহাওয়া ও জলবিদ্যা বিভাগ তাদের ওয়েবসাইটে জানায়, ৫ দশমিক ৪ মাত্রার মাঝারি একটি ভূমিকম্প হয়েছে। এর কেন্দ্র ছিল মিনগিনের ২৫ মাইল উত্তর-পূর্বে।

এর আগে গত ২৯ মে রাজধানী ঢাকা-রাঙামাটিসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুন ০২, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।