ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধামইরহাটে ৪ ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণায় আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জুন ৩, ২০২৪
ধামইরহাটে ৪ ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণায় আলোচনা সভা

নওগাঁ: জেলার ধামাইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় চারটি ইউনিয়নকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা করতে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেখানে ১ নম্বর ধামইরহাট ইউনিয়ন, ৩ নম্বর আলমপুর, ৪ নম্বর উমার ও ৬ নম্বর জাহানপুর ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনজুয়ারা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম প্রমুখ।

সভায় ইউএনও আসমা খাতুন বলেন, অতি শীঘ্রই চারটি ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হবে। পরবর্তী ইউনিয়নগুলোকে এর আওতায় আনা হবে। সভা শেষে চারটি ইউনিয়নের ইউপি চেয়ারম্যানদের কাছে স্মার্ট বাংলাদেশ গড়তে বাল্যবিয়ে মুক্ত ইউনিয়ন তথ্য বোর্ড ও কাজীদের অঙ্গীকারনামা বোর্ড হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জুন ০৩, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।