ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বনশিল্প উন্নয়ন কর্পোরেশন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জুন ৩, ২০২৪
বনশিল্প উন্নয়ন কর্পোরেশন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন

ঢাকা: ‘বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন আইন, ২০১৪’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (০৩ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইনের খসড়াটি ২০২৩ সালের ২৩ অক্টোবর চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছিল। কিন্তু ওই মেয়াদে সংসদের শেষ অধিবেশনে তারা সেটি উপস্থাপন করতে পারেননি। এ কারণে মন্ত্রণালয় থেকে আজকে আবার উপস্থাপন করা হয়েছিল। আগে যা ছিল সেটিই উপস্থাপন করা হয়েছিল। আজ মন্ত্রিসভা সেটি আবার চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জুন ০৩, ২০২৪
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।